26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

আগামী নির্বাচন হবে অন্যতম কঠিন পরীক্ষা: তারেক রহমান

আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের উপর নির্ভরশীল। বিএনপি গত সতের বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারবাহিকতা রাখতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন।

তৃণমুলের নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময় এর দ্বিতীয় দিনে রাজশাহী বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩০ আগস্ট শুক্রবার এসব কথা বলেন। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামুলক নানা বক্তব্য রাখেন তিনি।

এছাড়া তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, এমন কোন কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। জনসম্পৃক্ত থেকে জনগনের আস্থা অর্জন ও সেটা অক্ষুণ্ণ রাখতে তৃণমুল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে সকল প্রশ্নের উর্ধ্বে থেকে কাজ করার নির্দেশনা প্রদান করেন তিনি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন