রাজবাড়ীতে আগাম সবজি চাষের দিকে ঝুঁকছেন কৃষকেরা। গত বছর আগাম শীতের সবজি বিক্রি করে ব্যাপক লাভবান হয়েছিলেন রাজবাড়ির কৃষকরা। এবারও তাই সেই দিকেই ঝুঁকছেন কৃষকরা।
শীত মৌসুমের পুরো সময় চাহিদা থাকলেও মৌসুম শুরুতে ভালো দাম পাওয়া যায়। তাই রাজবাড়ির কৃষকেরা শীতের শুরুর অনেক আগেই শীতকালীন আবাদ শুরুর করেছেন।
উড়াকান্দা, কাঁচরন্দ গোপালবাড়ি এলাকা আগাম শীতের চাষের জন্য উপযুক্ত। বিক্রি করতেও কোনো বেগ পেতে হয় না। পাইকাররা ক্ষেতে এসেই ফসল কিনে নিয়ে যান।
তবে আগাম ফসলে পোকামাকড়ের আক্রমণ বেশি হয়ে থাকে। তাই ফসলের দিকে সবসময় খেয়াল রাখতে হয়।
শীতকালীন আগাম ফসল ফলনে কৃষকরা অপেক্ষাকৃত বেশি লাভবান হন,এবছরও তারা শীতের আগাম সবজীতে লাভবান হওয়ার আশা প্রকাশ করছেন।
এনএ/