১৪/০১/২০২৬, ১২:২২ অপরাহ্ণ
17 C
Dhaka
১৪/০১/২০২৬, ১২:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আগুন নেভাতে দেরি নিয়ে প্রশ্ন, অব্যবস্থাপনা ও সক্ষমতার অভাব দেখছেন সাবেক ডিজিরা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় সাড়ে সাত ঘণ্টা সময় লেগেছে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ভেতরে থাকা আমদানিকৃত মালামাল।

বিজ্ঞাপন

স্পর্শকাতর এলাকায় আগুন নেভাতে এতো সময় লাগা নিয়ে প্রশ্ন তুলেছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালকরা। পাশাপাশি দীর্ঘসূত্রতা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন তারা।

ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহাম্মেদ খান আলী আহাম্মেদ খান বলেন, অব্যাবস্থাপনা ও গাফিলতির কারণে এমনটা ঘটেছে। আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল। তবে সেখান থেকে কোনো শিক্ষা নেয়নি তারা। এছাড়া, এই আগুন যদি কেউ লাগিয়েও থাকে তাহলে গোয়েন্দাদের গাফিলতি রয়েছে।

আরেক সাবেক মহাপরিচালক ব্রি. জে. (অব.) আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, আমাদের ফায়ার ফাইটারদের দক্ষতার অভাব রয়েছে। এছাড়া, প্রতিটি অবকাঠামোয় অগ্নিকাণ্ড থেকে সুরক্ষার ব্যবস্থা থাকতে হবে। অন্যথায় তাদের কোনোভাবেই ছাড়পত্র দেয়া যাবে না।

এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা বশির উদ্দিন বলেছেন, অগ্নিকাণ্ডে ক্ষয় ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দুর্ঘটনার কারণ খুঁজে বের করা হবে।

পড়ুন: দক্ষিণ কোরিয়া ও চীন সফরে গেছেন বিমান বাহিনী প্রধান

দেখুন: দক্ষিণ চীন সাগরে সীমানা বিরোধ, কতটা আগ্রাসী হতে পারে চীন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন