আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী এস, এ জাহিদকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটি। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত জয়পুরহাট সিনিয়র সিভিল জজ ফয়সাল আহমেদ এর স্বাক্ষরিত চিঠিতে তাকে শোকজ করা হয়।
শোকজ নোটিশে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি এলাকা জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) এর আপনি এস, এ জাহিদ, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ফেসবুক আই.ডি, (S A Jahid Sarkar)-তে গত ২৫/০১/২০২৬ খ্রিঃ তারিখের ভাইরাল একটি ভিডিও তে দেখা যায় আপনি ফেসবুক লাইভে এসে বাংলাদেশ জামায়াতে ইসলাম এর মনোনীত প্রার্থী এস, এম, রাশেদুল আলম- কে উদ্দেশ্য করে বলেছেন যে, “জয়পুরহাট-২ আসনের জামায়াতের প্রার্থী সে একদম অপদার্থ, মূর্খ ” যা একজন প্রার্থীকে ব্যক্তিগত ভাবে আক্রমণ, কুৎসা রটনা ও চরিত্র হনন এর সামিল। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৫ (ক) লঙ্ঘন বলে প্রতীয়মান হয়।
এতে আরও বলা হয়, এমতাবস্থায় উপর্যুক্ত কারণাধীনে কেন আপনার বিরুদ্ধে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ১৫ (ক) লঙ্ঘণের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করা হবে না কিংবা অপরাধ আমলে গ্রহণ পূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তৎমর্মে আগামী ০২/০২/২০২৬ খ্রিঃ তারিখ সকাল ১১.৩০ ঘটিকায় নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে স্ব-শরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো। ব্যর্থতায় আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন- আমরা কেন্দ্র দখল করবো না, কাউকে করতেও দিব না: ছাইফ উল্লাহ
দেখুন- ডিমেও যে হাত-পা ভাঙে, জীবনে প্রথম দেখলাম: মির্জা আব্বাস


