25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

আজও ৯ ঘণ্টা কারফিউ শিথিল

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সরকার। যা এখনও চলমান রয়েছে। যদিও প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে। আজ শনিবার (২৭ জুলাই) ঢাকাসহ গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। গতকাল শুক্রবারও (২৬ জুলাই) এসব এলাকায় ৯ ঘণ্টা কারফিউ শিথিল রাখা হয়েছিল।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার ধানমন্ডির বাসায় সংবাদ সম্মেলনে ছুটির দুই দিন ৯ ঘণ্টা কারফিউ শিথিল রাখার ঘোষণা দিয়েছেন।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যান্য জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করে কারফিউ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও তিনি জানিয়েছেন।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারাদেশে সহিংসতার জন্য গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে কারফিউ জারি করেছে সরকার। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেদিন মধ্যরাতে মাঠে নামে সেনাবাহিনী। এরপর গত রবিবার, সোমবার ও মঙ্গলবার পর্যন্ত ৩ দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে ছুটির পর বুধবার থেকে খুলেছে সরকারি-বেসরকারি সব অফিস। গত বুধবার ও গত বৃহস্পতিবারও ঢাকা জেলা, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় কারফিউ জারি করেছে সরকার। তবে তা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল ছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন