23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

আজ খুলবে কাজীপাড়া স্টেশন

মেরামত শেষ হওয়ায় আজ খুলবে ঢাকার গণপরিবহন ব্যবস্থার অন্যতম সংযোজন মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন। এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চলবে মেট্রোরেল। তবে শুক্রবার যাত্রী পরিবহন শুরু হবে বিকেল তিনটা থেকে এবং চলবে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জানান, চাহিদার প্রেক্ষিতে মেট্রোরেল চলাচলের সময়সীমা বাড়ানো হবে।

ছাত্র-জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া আর মিরপুর-১০ স্টেশন চালু হতে প্রায় এক বছর সময় লাগার পাশাপাশি খরচ হবে কয়েক’শ কোটি টাকা বলে জানিয়েছিলো তৎকালিন আওয়ামী লীগ সরকার। কিন্তু মাত্র দুই মাসের মাথায় শুক্রবার থেকে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন, যার জন্য প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র ২০ লাখ ৫০ হাজার টাকা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন