চলমান স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত মানুষকে সহযোগিতা করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে।
গতকাল রাতেই টিএসসি থেকে ফেনীর উদ্দেশে রওনা হয় ট্রাক বোঝাই করা ত্রাণ। সেখানে পানি, শুকনো খাবার, ওষুধের পাশাপাশি ছিল লাইফ জ্যাকেট ও জরুরি পণ্য। এরপর নোয়াখালী ও কুমিল্লার উদ্দেশেও রওনা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ট্রাক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ত্রাণ সহায়তায় টিএসসি ছাড়াও অনলাইন মোবাইল ব্যাংকিং ও ব্যাংকের মাধ্যমেও ত্রাণ সহায়তা করা যাবে। মোবাইল ব্যাংকিং : বিকাশ ও নগদ : 01886969859। রকেট : 018869698597।
এর আগে গতকাল ‘গণত্রাণ সংগ্রহ’ কর্মসূচিতে অনলাইন ও অফলাইনে ২৯ লাখ ৭৬ হাজার ১৭৩ টাকা এবং বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী সংগ্রহ করা হয়েছে বন্যায় আক্রান্তদের সাহায্য করার জন্য।