22 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

আজ টিএসসিতে চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম

চলমান স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত মানুষকে সহযোগিতা করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে।

গতকাল রাতেই টিএসসি থেকে ফেনীর উদ্দেশে রওনা হয় ট্রাক বোঝাই করা ত্রাণ। সেখানে পানি, শুকনো খাবার, ওষুধের পাশাপাশি ছিল লাইফ জ্যাকেট ও জরুরি পণ্য। এরপর নোয়াখালী ও কুমিল্লার উদ্দেশেও রওনা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ট্রাক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ত্রাণ সহায়তায় টিএসসি ছাড়াও অনলাইন মোবাইল ব্যাংকিং ও ব্যাংকের মাধ্যমেও ত্রাণ সহায়তা করা যাবে। মোবাইল ব্যাংকিং : বিকাশ ও নগদ : 01886969859। রকেট : 018869698597।

এর আগে গতকাল ‘গণত্রাণ সংগ্রহ’ কর্মসূচিতে অনলাইন ও অফলাইনে ২৯ লাখ ৭৬ হাজার ১৭৩ টাকা এবং বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী সংগ্রহ করা হয়েছে বন্যায় আক্রান্তদের সাহায্য করার জন্য। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন