পর্যটন বিভিন্ন দেশ, সংস্কৃতি ও মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করে। এর মাধ্যমে সৃষ্টি হয় সমঝোতা ও বন্ধুত্ব।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। ‘পর্যটন শান্তির সোপান’ এই প্রতিপাদ্যে এবারের দিবসটি উদযাপিত হচ্ছে।
এবছর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে সংবাদপত্রেও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
এবছর দিবসটি উপলক্ষে হোটেল-রেস্তোরাঁয় বিশেষ ছাড় ঘোষণা করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন লাইভ কুকিং শো’র আয়োজন করেছে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিটে বিশেষ ছাড় ঘোষণা করেছে।