17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

আজ মহাসপ্তমী

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুর্গোৎসবের মহাসপ্তমী। মূলত আজ থেকে শুরু হচ্ছে দেবী-দর্শন ও ভক্তদের অঞ্জলি। সকালে সারাদেশের মন্দিরে থাকছে দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও বিহিত পূজার আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় থাকছে আরতি।

গতকাল বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠীতে মণ্ডপে মণ্ডপে চণ্ডীপাঠ, ঢাকের বাদ্য, শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে মহিষাসুরমর্দিনী দেবী দুর্গাকে বরণ করেছেন ভক্তরা। মহাষষ্ঠীর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনা হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, দেশের ৩১ হাজার ৪৬১টি মন্দির ও মণ্ডপে এবার পূজার আয়োজন করা হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৩২ হাজার ৪০৮টি। তবে ঢাকা মহানগরে এবার ২৫২টি মণ্ডপে পূজা উদযাপন হচ্ছে। গত বছর পূজা হয়েছিল ২৪৮টি মণ্ডপে। সে হিসাবে মহানগরে পূজামণ্ডপ চারটি বেড়েছে।

এদিকে মহাষষ্ঠীর আগে গত মঙ্গলবার হয় বোধন বা দেবীর ঘুম ভাঙানোর বন্দনা পূজা। আগামীকাল শুক্রবার মহাঅষ্টমী এবং শনিবার মহানবমী। এবার মহানবমী পূজার পরই দশমী বিহিত পূজা হবে। রবিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ হবে।

এছাড়াও, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আজ থেকে সারা দেশে টানা চার দিনের ছুটি শুরু হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন