যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঐতিহ্য ও গৌরবময় পথচলার এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
দুপুর ১টায় প্রতিষ্ঠা বাষিকীর কেক কাটার পর আয়োজিত এই মধ্যাহ্নভোজে বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যাটালিয়নের সকল পর্যায়ের সদস্যগণ অংশগ্রহণ করেন।
দিনের শুরু থেকেই ব্যাটালিয়ন সদর দপ্তরে সাজ সাজ রব লক্ষ্য করা গেছে। ভোরে ব্যাটালিয়ন সদরে বিজিবির রেজিমেন্টাল পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়। দেশের শান্তি ও সমৃদ্ধি এবং বাহিনীর উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিজিবির যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান (পিবিজিএম) চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটেলিয়নের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, বিজিবি দীর্ঘ ৬৯ বছর ধরে সীমান্ত রক্ষা, চোরাচালান রোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন বিজিবি সদস্যদের মনোবল বৃদ্ধি এবং ভ্রাতৃত্ববোধ সুসংহত করতে সহায়ক হবে।
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।
পড়ুন- বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা ইলিশ মাছের চালান আটক


