১৫/০১/২০২৬, ১৭:৪২ অপরাহ্ণ
25 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৭:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আদিত মারীতে জমি বিরোধে বৃদ্ধার মৃত্যু, একজন নারী গ্রেপ্তার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আছিয়া বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের খালকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উত্তর গোবধা গ্রামের দলিল ইসলামের সঙ্গে তার চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে ৭৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই জমির মালিকানা নিয়ে আদালতে মামলা হলে রায় দলিল ইসলামের পক্ষে আসে।

শনিবার সকালে প্রতিপক্ষ আতিয়ার, মতিয়া, রেজাউল, ফজলের হক ও ফজলু একদল লোক নিয়ে ওই জমি দখলে গেলে দলিল ইসলামের মা আছিয়া বেগম বাধা দেন। এ সময় প্রতিপক্ষের একজন লাঠি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহতের নাতি শরিফুল ইসলাম বলেন, আদালতের রায় থাকার পরও প্রতিপক্ষ জোর করে জমি দখল করতে আসে। আমার দাদী বাধা দিলে তারা লাঠি দিয়ে আঘাত করে, এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী বলেন, জমি নিয়ে বিরোধের জেরে একজন বৃদ্ধা মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পড়ুন: ৫শ টাকা ভাড়ায় ডিএমএফ, দায়িত্বরত চিকিৎসক না থাকায় রোগীর মৃত্যু

দেখুন: সুন্দরবনে বাঘ কমে যাওয়ার শঙ্কা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন