১৫/০১/২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৫/০১/২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আনন্দ হত্যার মাস পেরোলেও কেউ গ্রেপ্তার হয়নি, বিচার দাবীতে মানববন্ধন

শেরপুর সদরের চাঞ্চল্যকর দিনমজুর আনন্দ ইসলাম হত্যার একমাত্র পেরিয়ে গেলেও এখনও আসামিদের কেউ গ্রেপ্তার হয়নি।

বিজ্ঞাপন

আজ সোমবার (১৯ মে) দুপুরে শেরপুর সদরের চরপক্ষীমারি আমতলী বাজারে আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে নিহত আনন্দ ইসলামের স্বজন, এলাকার নারীপুরুষসহ জনসাধারণ অংশগ্রহণ করেন।

পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল শুক্রবার বেড়ানোর কথা বলে আনন্দ নিজ বাড়ি থেকে বের হয়। পরে ১৩ এপ্রিল দুপুরে শেরপুর সদরের চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া নতুন ঈদগাহ্ মাঠে পাশের একটি ভুট্টা ক্ষেতে আনন্দ ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন শেরপুর সদর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এ ঘটনায় আনন্দ ইসলামের বাবা লেবু মিয়া বাদী হয়ে ১৪ এপ্রিল শেরপুর সদর থানায় প্রথমে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করে। কিন্তু এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। পরে এই ঘটনায় আনোয়ার হোসেন আনুকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ ১৫ জনকে অজ্ঞাত আসামি করে ২৯ জনের বিরুদ্ধে ১৮ মে শেরপুরের সিআর আমলি আদালতে আবার আনন্দ ইসলামের বাবা লেবু মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বাদীপক্ষের আইনজীবী এমকে মুরাদুজ্জামান বলেন, পূর্বের মামলার তদন্ত রিপোর্ট আসার পূর্ব পর্যন্ত আদালত বিষয়টি অপেক্ষামান রেখেছেন।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, আমরা বিষয়টা গভীরভাবে অনুসন্ধান করছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান আছে।

এনএ/

দেখুন: মেডিকেল শিক্ষার্থীর আত্মহনন, পরিবারের দাবি হত্যা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন