27 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪
বিজ্ঞাপন

আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন নিলেন কমলা হ্যারিস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন নিয়েছেন কমলা হ্যারিস।

যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির চার দিনের জাতীয় সম্মেলনের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার ২২ আগস্ট) রাতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন।

সম্মেলনে কমলা হ্যারিস বলেন, ‘আমি সব আমেরিকানদের জন্য একজন প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আপনি সর্বদা আমার ওপর বিশ্বাস রাখতে পারেন যে, দেশকে দল এবং নিজের ঊর্ধ্বে রাখবে। এ ছাড়া আমেরিকার মৌলিক নীতিগুলো ধরে রাখা, আইনের শাসন থেকে শুরু করে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরে অটল থাকব।’

প্রসঙ্গত, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে যাওয়ার পরই অনানুষ্ঠানিক প্রচার শুরু করেছিলেন কমলা হ্যারিস। এবার ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করলেন তিনি।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে কমলার প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন