অবশেষে গুঞ্জনটা সত্যিই হলো। ইংল্যান্ডে প্রথম পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর চেন্নাইতেও নিজের দ্বিতীয় বোলিং পরীক্ষাতে পাস করেননি সাকিব আল হাসান। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন তিনি।
নিয়ম অনুযায়ী, পরপর দুই বোলিং টেস্টে ব্যর্থতার কারণে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বল করা হচ্ছে না তার। তবে খেলা চালিয়ে যেতে পারবেন ব্যাটার পরিচয়ে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীন প্রতিযোগিতায় বোলিং করার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গত মাসে ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে, আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞাও বহাল থাকছে সাকিবের জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হলে উঠে যাবে নিষেধাজ্ঞা। এর আগে পর্যন্ত সাকিব আল হাসান খেলবেন কেবল ব্যাটার হিসেবে।
টিএ/