কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় ১৪৭ জনের নিহতের তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। যাচাই-বাছাইয়ে সংখ্যাটা বাড়তে পারে বলেও জানান তিনি। আজ রবিবার (২৮ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, আন্দোলনের সমন্বয়কারীদের গ্রেপ্তার করা হয়নি। ঝুঁকিমুক্ত মনে করলে, তাদের পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেয়ার কথা ভাবা হতে পারে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। বিভিন্ন মাধ্যমে প্রাণহানির সংখ্যা নিয়ে চলে বিতর্ক। আন্দোলনের সমন্বয়কারীদের দেয়া তালিকায় এই সংখ্যা ২৬৬ জন।
এমন বিতর্কের মধ্যে প্রাণহানির সংখ্যা নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানালেন, বিভিন্ন রিপোর্ট ও হাসপাতালের তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ১৪৭ জন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে, চলছে যাচাই-বাছাই।
আন্দোলন সামাল দিতে কেন সেনাবাহিনীকে মাঠে নামানো হলো, সেই ব্যাখ্যাও দিলেন মন্ত্রী। কথা বললেন গণগ্রেপ্তারের বিষয়েও। জানালেন, গোয়েন্দা সংস্থার দেয়া তালিকার ভিত্তিতেই গ্রেপ্তার করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্দোলনের সমন্বয়কারীদের কাছ থেকে বিভিন্ন তথ্য জানা যাচ্ছে। নিরাপত্তার জন্য তাদের পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। ঝুঁকিমুক্ত মনে করলে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছেড়ে দেয়ার কথা ভাববে।