যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে অভিযোগ আনার পর গত সপ্তাহে দুই সেশনে শেয়ারবাজারে আদানি গ্রুপের অন্তর্ভুক্ত ১০টি কোম্পানি ২৭ দশমিক ৯ বিলিয়ন ডলার হারায়।
যুক্তরাষ্ট্রে ঘুসকাণ্ডের অভিযোগের পর বিপাকে পড়েছে ভারতের আদানি গ্রুপ। যার মালিক গৌতম আদানি। শেয়ারবাজারে বড় ধসের পর এবার আদানির ডলার বন্ডের মূল্য কমে এক বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে।
মূলত ঘুসকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে বিনিয়োগকারীরা। অন্যদিকে ব্যাংকগুলো নতুন করে ঋণ বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে।
অপরদিকে বুধবার (২০ নভেম্বর) নিউইয়র্কের একটি আদালতে অভিযোগ করা হয়, আদানি ২৫ কোটি মার্কিন ডলারের ঘুসকাণ্ডে জড়িত ও বিষয়টি গোপন রেখে যুক্তরাষ্ট্রের বাজার থেকে অর্থও সংগ্রহ করেছেন।
গৌতম আদানি ছাড়াও সাতজনকে অভিযুক্ত করা হয়। তাদের মধ্যে আছেন গৌতম আদানির ভাইয়ের ছেলে সাগর আদানি, আদানি গ্রিন এনার্জির সাবেক সিইও ভিনেত এস জেইন। গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মার্কিন প্রশাসন।
এরই মধ্যে গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি করে যুক্তরাষ্ট্র।