25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

আবার বোমাতঙ্কে কলকাতাগামী ফ্লাইটের জরুরি অবতরণ

আকাশপথে ভারতীয় সংস্থা কলকাতাগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে বোমাতঙ্ক দেখা দিয়েছে। দেশটির মহারাষ্ট্র রাজ্যের নাগপুর থেকে পশ্চিমবঙ্গে আসার পথে ওই ফ্লাইটে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফ্লাইটটিকে ছত্তীসগঢ়ের রায়পুর বিমানবন্দরে ১৮৭ জন যাত্রী এবং ৬ ক্রু সদস্যকে অবতরণ করানো হয়।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৮৭ জন যাত্রী এবং ৬ ক্রু সদস্যসহ ইন্ডিগোর একটি ফ্লাইট বৃহস্পতিবার সকালে বোমা হুমকির পরে রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বলে পুলিশ জানিয়েছে।

রায়পুরের সিনিয়র পুলিশ সুপার সন্তোষ সিং বলেছেন, নাগপুর থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করা ওই বিমানটির বিষয়ে হুমকি পাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানটিকে রায়পুরের দিকে ঘুরিয়ে দেয়। পরে বিমানটি সকাল ৯টার পরে ছত্তীসগঢ়ের রাজধানী রায়পুরের বিমানবন্দরে অবতরণ করে।

রায়পুরের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কিরণ রাঠৌর জানিয়েছেন, সত্যিই বিমানের ভেতর বিস্ফোরক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কলকাতাগামী ফ্লাইটের জরুরি অবতরণ
কলকাতাগামী ফ্লাইটের জরুরি অবতরণ
আরও পড়ুন: বাংলাদেশি পর্যটক আর নেই কলকাতা-দার্জিলিংয়ে, মাথায় হাত ব্যবসায়ীদের
দেখুন: ‘কৌশলে সব চেকপয়েন্ট পেরিয়ে ফ্লাইটে উঠে পড়ে শিশুটি’
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন