16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

আবার মঞ্চে ফিরছে ‘অর্থহীন’

দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’। অসুস্থতার কারণে মঞ্চে দেখা যায়নি ব্যান্ডটির বেজ গিটারবাদক ‘বেজবাবা’ খ্যাত সাইদুস সালেহীন খালেদ সুমনকে। অবশেষে মঞ্চে ফিরছেন সাইদুস সালেহীন খালেদ সুমনসহ ‘অর্থহীন’। সামাজিক যোগাযোগমাধ্যম খবরটি নিজেই জানিয়েছেন সুমন।

সর্বশেষ ২০১৬ সালে ‘ক্যানসারের নিশিকাব্য’ অ্যালবাম বের হয় অর্থহীনের। এরপর আর কোন অ্যালবামও বের হয়নি এমনকি আর কোন কনসার্টেও দেখা যায়নি এই ব্যান্ডটিকে।

বলা যায়, হঠাৎ করেই কিছুদিন আগে থেকে ভক্তদের থেকে একদম আলাদা হয়ে যান ব্যান্ডটির ‘বেজবাবা’ খ্যাত সাইদুস সালেহীন খালেদ সুমন। মূলত মেরুদণ্ডে আবারও ফাটল দেখা যাওয়ায় সম্প্রতি আরেকটি অস্ত্রোপচার হয় তার। শুধু তাই নয়, সেসময় হৃদরোগেও আক্রান্ত হন তিনি। ৩০ ঘণ্টা আইসিইউতেও ছিলেন এই গায়ক। তবে বর্তমানে আগের চেয়ে ভাল আছেন তিনি।

জানা গেছে, সুমন ২০১২ সাল থেকেই ক্যানসার রোগে ভুগছিলেন। ২০১৭ সাল থেকে তার ২৫টিরও বেশি অস্ত্রোপচার হয়েছে।

অনেকদিন ধরেই ভক্তরা জানতে চাচ্ছিল ‘অর্থহীন’ এ আবার কবে ফিরবেন সুমন।

এ প্রসঙ্গে গায়ক বলেন, “আগামী ৪ নভেম্বর ‘বাংলাদেশ নাইট’ কনসার্টে অংশ নেবে ‘অর্থহীন’। এ কারণে আগামী ১ নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনীর উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে ব্যান্ডটি। সেখানে জেমস, ডিজে রাহাত, অনন্ত জলিলের সঙ্গে থাকবে ‘অর্থহীন’র গানও।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন