18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

আবার সিনেমায় পার্থ বড়ুয়া

দেশের জনপ্রিয় ব্যান্ড সোলস এর ভোকাল পার্থ বড়ুয়া মাঝেমধ্যে অভিনয়ও করেন। বছর কয়েক আগে তার ব্যবসা সফল ছবি ‘আয়নাবাজি’তে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। তাকে নিয়ে নির্মিত হয়েছে ‘মেড ইন চিটাগং’ নামে পূর্ণাঙ্গ সিনেমাও। মাঝে লম্বা বিরতি নিয়ে ফের চলচ্চিত্রে নাম লেখালেন এই ‘সোলস’-কর্তা।

চুক্তিবদ্ধ হয়েছেন সরকারি অনুদানের ‘নীল জোছনা’ সিনেমায়। চলতি মাসেই শুটিংয়ে অংশ নেবেন পার্থ। ছবিটি নির্মাণ করছেন ফাখরুল আরেফীন খান।

এর আগে তিনি ‘ভূবন মাঝি’, ‘গণ্ডি’, ‘জেকে ১৯৭১’ নির্মাণ করেছেন। এবারের ‘নীল জোছনা’ সিনেমাটি নির্মিত হচ্ছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে। নির্মাতা জানান, এই সিনেমায় পার্থকে ডা. তরফদার চরিত্রে দেখা যাবে।

অভিনয় প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘নির্মাতা ফাখরুল আরেফীন খানের সঙ্গে আমার বন্ধুত্ব দীর্ঘদিনের। গল্প আর চরিত্র পছন্দ হয়েছে বলেই এবারই প্রথমবারের মতো আরেফীনের সিনেমায় অভিনয় করছি। আশা করছি ভালো একটি কাজ হবে।’

 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন