35.9 C
Dhaka
বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

আবার সোনার দামে রেকর্ড, ভরি ছাড়াল ১ লাখ ৬৩ হাজার টাকা

দেশের বাজারে ফের সোনার দাম বেড়েছে। এতে নতুন রেকর্ড দামে পৌঁছেছে মূল্যবান এ ধাতু। এ দফায় প্রতি ভরি সোনার দাম বেড়েছে সর্বোচ্চ চার হাজার ১৮৭ টাকা। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা। দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। যা আজ সন্ধ্যা পর্যন্ত ছিল ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা।

শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার কথা জানায়।

এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল রোববার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হবে।

গত কয়েক মাসে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা জোরালো হয়েছে, যার ফলে ক্রেতারা নতুন দামের এই রেকর্ড দেখে চমকে উঠছেন। দাম বৃদ্ধি পাওয়ার পেছনে আন্তর্জাতিক বাজারের বিভিন্ন প্রভাব ও বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনকেই দায়ী করা হচ্ছে।

পড়ুন : বিশ্ববাজারে সোনার দামের নতুন রেকর্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন