15 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

আবু সাঈদের পরিবারকে যে প্রতিশ্রুতি দিলেন প্রধান উপদেষ্টা

আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি আবু সাঈদের পরিবারকে বলেছেন, ‘আমার দরজা তোমাদের জন্য সবসময় খোলা থাকবে। আমি সবসময় তোমাদের সঙ্গে থাকবো।’

আজ বুধবার (৬ নভেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন শহীদ আবু সাইদের দুই ভাই। সেসময় তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, ‘দ্রুত আবু সাঈদ হত্যার তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিতের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। আবু সাঈদ জাতির জন্য যা করেছেন, তা বাংলাদেশ কখনও ভুলবে না। তার আত্মত্যাগ স্বৈরাচারের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানে বিরাট ভূমিকা রেখেছিল।’

আরও পড়ুন: আবু সাঈদ হত্যার ৫৩ দিন, কেমন আছে পরিবার?

আবু সাঈদের আরেক ভাই আবু হোসেন বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে যখন আমরা পোডিয়ামে দাঁড়িয়েছিলাম এবং সৈন্যরা আমাদের গার্ড স্যালুট দিয়ে সম্মানিত করেছিল, তখন আমরা কেমন অনুভব করেছিলাম তা আমি বলতে পারব না।’

এনএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন