ইউটিউব দেখে শখের বসে বিদেশি আম চাষ শুরু করেন, ফরিদপুরের তরুণ উদ্যোক্তা নাঈম ইসলাম। মাত্র এক বছরেই গাছে ভালো ফলন পেয়েছেন তিনি। পাশাপাশি, এবার বাগান থেকে ১০-১২ লাখ টাকা লাভের আশা করছেন তিনি।
মাত্র ২ বিঘা জমিতে, বিদেশি মিশ্র জাতের আম চাষ শুরু করেন ফরিদপুরের নাঈম। বাগানে সূর্যড্রিম, রেড আইভেরি, বানানাসহ নানান জাতের আমে ভরে গেছে প্রতিটি ডাল। বাজারে চাহিদা ভালো থাকায়, বিষমুক্ত এসব আম ফুড গ্রেডিং পদ্ধতিতে বিক্রি করছেন তিনি।
নাঈমের বাগানে বিষমুক্ত আম কিনতে, প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ভিড় করছেন ক্রেতারা। বাজারের তুলনায় দাম একটু বেশি হলেও, ভালো জাতের আম পেয়ে তারা সন্তুষ্ট। এতে অনুপ্রাণিত হয়ে আম চাষে আগ্রহী হচ্ছেন এলাকার অনেক বেকার যুবক।
এধরনের আমবাগান করতে আগ্রহীদের সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন জেলার এ কৃষি কর্মকর্তা।
নাঈমের মতো তরুণরা এগিয়ে এলে একদিকে যেমন বাড়বে নিরাপদ ফলের উৎপাদন, তেমনি কমবে বেকারত্বও। তাই প্রয়োজন কর্তৃপক্ষের সহযোগীতা।
এনএ/


