25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

আমি ভীতু, আসিফ ভাই সাহসী: জয়

শোবিজের অন্যতম জনপ্রিয় দুই তারকা আসিফ আকবর ও শাহরিয়ার নাজিম জয়। একজন গানের জগতের মানুষ, আরেকজন অভিনয়ের জগতের। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই অনেক তারকাকে নিয়ে মন্তব্য করতে দেখা যায় জয়কে। এবার আসিফকে নিয়ে মন্তব্য করলেন এই জনপ্রিয় অভিনেতা।

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে কণ্ঠ মিলিয়েছিলেন আসিফ আকবর। ফেসবুকে লেখালেখির পাশাপাশি রাজপথেও নেমেছিলেন তিনি।

গেল ৩ আগস্ট গণ-আন্দোলনে লাখো জনতার মাঝে ছেলেকে সামনে এগিয়ে দিয়েছিলেন আসিফ আকবর। তিনি বলেছিলেন, ‘এই প্রজন্ম হারবে না। আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি। তোমরা ওকে মেরে ফেলবে, মেরে ফেলো। যেভাবে ছাত্রদের মারা হচ্ছে, তা মানা যায় না। আমাদের একটাই দাবি- স্বৈরশাসকের পদত্যাগ চাই।’

এবার সেই ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে আসিফের প্রশংসা করেছেন জয়। জয় সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আমি ভীতু, আসিফ ভাই সাহসী। এ জন্যই চিরকাল আসিফ ভাই আমার চেয়ে অনেক বেশি সম্মান প্রাপ্য। আসিফ ভাই স্যালুট।’

প্রসগত, ছাত্র-জনতার আন্দোলনে আসিফ সরব থাকলেও নীরব ভূমিকা পালন করেছেন জয়। সে কারণে ইতোমধ্যে ব্যাপক তোপের মুখে পড়েন এই অভিনেতা। হার স্বীকার করার পরও তাকে ছেড়ে কথা বলেননি নেটিজেনরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন