১৪/০১/২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
17 C
Dhaka
১৪/০১/২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আয়কর রিটার্নে অনিচ্ছাকৃত ভুল ছিল: সারজিস আলম

হলফনামা ও আয়কর রিটার্নে গরমিলের অভিযোগ প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করেছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলম।

বিজ্ঞাপন

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার আয়কর রিটার্নে অনিচ্ছাকৃত একটি ভুল ছিল। যেখানে আমার উকিল ৯ লাখ টাকার ঘরে ভুলবশত ২৮ লাখ টাকা লিখে দেন। বিষয়টি ইতোমধ্যে সংশোধন করা হয়েছে। যদি এটি গুরুতর কোনো অনিয়ম হতো, তাহলে মনোনয়ন যাচাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন বৈধ ঘোষণা করতেন না।”

তিনি আরও বলেন, “মনোনয়ন বাছাইয়ের সময় আমার সঙ্গে বিভিন্ন দলের আরও প্রার্থীরা উপস্থিত ছিলেন। বিষয়টি সঠিক না হলে তারা কেউই তা মেনে নিতেন না।”

হলফনামা ও আয়কর রিটার্নে গরমিল থাকার অভিযোগে বিভিন্ন পত্রিকা ও অনলাইন মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকতার জায়গা থেকে যেন কেউ পক্ষপাতদুষ্ট আচরণ না করেন।

এ সময় সারজিস আলম অভিযোগ করে বলেন, “আমার সমর্থক ও নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে বিএনপির লোকজন হুমকি দিচ্ছে, যেন তারা নির্বাচনী প্রচারণা চালাতে না পারে।”

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “ওবায়দুল কাদেরের মতো একজন কালো তালিকাভুক্ত ব্যক্তির বিরুদ্ধে আমাদের রাজনৈতিক লড়াই। অথচ আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে, আমরা নাকি তাকে পালাতে সহায়তা করেছি।”

তিনি দাবি করেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে মীরজাহান ও ইলিয়াস আলী নামে দু’জন ব্যক্তি তার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী এসব অভিযোগ তদন্ত করে কোনো সত্যতা পায়নি।

সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোট ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন: নির্বাচনের টানা ৭ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন