20.7 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরাকান আর্মির বোমায় টেকনাফে এক রোহিঙ্গা নিহত

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া বোমায় কক্সবাজারে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই রোহিঙ্গা।

আজ রোববার (৮ জুলাই) বিকেলে জেলার টেকনাফে উপজেলার জালিয়ার দ্বীপ পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গার নাম জুবায়ের। আহতরা হলেন- জাবের ও শুক্কুর। নাফ নদীর জালিয়ার দ্বীপের আশপাশে কাঁকড়া শিকার করছিলেন তারা । এসময় এলোপাতাড়ি বোমা নিক্ষেপ করে আরাকান আর্মি। এতে হতাহতের ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গণি গণমাধ্যমকে জানান, ‘জালিয়ার দ্বীপের পাশে নাফ নদে কাঁকড়া শিকার করছিলেন তিন রোহিঙ্গা যুবক। এ সময় মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে তারা গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার সময় মারা যান জুবায়ের। তবে কারা আক্রমণ করেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তারা মিয়ানমার থেকে অনুপ্রবেশের সময় এই ঘটনা ঘটেছে কিনা, সেটিও খতিয়ে দেখছি।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন