সবজির বাজার স্থিতিশীল থাকলেও বেড়েছে চাল, চিনি এবং মুরগি দাম। সবচেয়ে বেশি বেড়েছে গরীবের মোটা চাল, যা পাইকারি বাজারেই বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকায়। চিনিতে বেড়েছে কেজিতে ৫ টাকা আর ব্রয়লার মুরগি সপ্তাহ ব্যবধানে ১০ টাকা।
রাজধানীর কারওয়ান বাজারে সাজিয়ে রাখা হয়েছে চালের বস্তা। বিক্রেতা বলছেন চাল সরবরাহে ঘাটতি নেই। কিন্তু সপ্তাহ ব্যবধানে আবারও বেড়েছে দাম। কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়ে মোটা চাল সর্বনিম্ন ৫৪ থেকে ৫৫ ও সরু চাল ৭০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। যেটি খুচরা বাজারে আরো বেশি।
সরবরাহ ঠিক থাকলেও দাম বাড়ায় বিক্রেতারা দায়ী করলেন সিন্ডিকেটকে।
খোলা চিনির দামও বাড়তি। কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। বেড়েছে ব্রয়লার মুরগিরও দাম। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে ১০ টাকা।
বাজারে কিছুটা কমেছে সবজির দাম। ৫০ থেকে ৬০ টাকায় মিলছে বেশিরভাগ সবজি।