সংস্কারের নামে কাটা হয়েছে চারপাশের গাছ। একসময়ের সবুজে ঘেরা নওগাঁর আলতাদিঘী জাতীয় উদ্যান এখন যেনো একটুকরো মরুভমি। এতে আশ্রয়হীন হয়ে এলাকা ছেড়েছে পশুপাখি। ধ্বংস হয়েছে জলজ উদ্ভিদ ও প্রাণী। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় লোকজন ও পরিবেশবাদীরা।
কয়েক বছর আগেও আলতাদিঘীর টলমল পানিতে ফুটত গোলাপি পদ্মফুল, চারপাশ ঘিরে ছিল হাজারো গাছপালা। গাছের ছায়ায় ঢেকে থাকা দিঘিটির শান্ত পানির দিকে তাকিয়ে চোখ জুড়িয়েছেন প্রকৃতিপ্রেমীরা। কিন্তু এখন সে দৃশ্য বড়ই অচেনা।
সম্প্রতি উদ্যান সংস্কারে ১৬ কোটি টাকার প্রকল্প হাতে নেয় সরকার। যা বাস্তবায়ন করতে গিয়ে কেটে ফেলা হয়েছে দিঘির চারপাশের ছোট বড় গাছ। এতে এলাকা ছেড়েছে পরিযায়ী পাখি। কমেছে আকর্ষণ, আসেনা পর্যটকও।
উদ্যানের ২৬৫ হেক্টর বনে, মাঝে মধ্যেই লাগে আগুন। এতে পুড়ে যাচ্ছে গাছপালা, হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির বণ্য প্রাণী। পরিবেশ বিপর্যয়ের শঙ্কা তৈরি হচ্ছে বলে মনে করেন সচেতন মহল।
উন্নয়নমূলক কাজের স্বার্থেই কাটা হয়েছে গাছ। কাজ শেষ হলেই আবারো নতুনভাবে বনায়ন করা হবে বলে জানান বন কর্মকর্তা।
উন্নয়নের নামে এইভাবে নির্বিচারে গাছ কাটা হলে নেমে আসবে প্রাকৃতিক বিপর্যয়। তাই বন রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ নওগাঁ বাসির।