20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

আলুর আড়তে বিশেষ অভিযান

গত কয়েক দিন ধরে লাগামহীন মূল্য বৃদ্ধিতে আলুর দাম নাগালের বাইরে চলে গেছে ভোক্তাদের। তাই মূল্য নিয়ন্ত্রণ করার জন্য আলুর আড়তে বিশেষ অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ শনিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে এই বিশেষ অভিযানটি পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

বাংলাদেশের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হওয়া আলু এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। খুচরা পর্যায়ে এ মূল্য আরও বেড়ে যায়।

এর আগে, গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আলুর দাম গত সপ্তাহের তুলনায় আরও বেড়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন