21 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪

আলু, পেঁয়াজ, সবজি, মাছে আরেক দফা বেড়েছে উত্তাপ

বাজারে আরেক দফা উত্তাপ ছড়াচ্ছে পেঁয়াজ ও আলু্। স্বস্তি ফিরছে না সবজির বাজারেও। বরং বেশিরভাগের দাম বেড়েছে কেজিতে ৩০/৪০ টাকা। ভরা মৌসুমেও নাগালের বাইরে ইলিশ মাছের দাম। বড় সাইজের একটি ইলিশ কিনতে খরচ হবে অন্তত আড়াই হাজার টাকা।

নতুন অর্থ বছরে নিত্য পন্যে শুল্ক হার ২ শতাংশ থেকে ১ শতাংশে নামিয়ে আনলেও প্রভাব নেই বাজারে। সরবরাহের অযুহাতে নতুন করে ঝাঁজ বেড়েছে পেঁয়াজের। কেজিপ্রতি ত্রিশ থেকে চল্লিশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আলুর দাম কেজিতে আরও ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়।

সবজির বাজারেও নেই স্বস্তি। লাগামহীন ঘোড়ার মতো ছুটে চলছে কাঁচা মরিচের দাম। সপ্তাহ ব্যবধানে দাম বেড়ে বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়। দু-একটি বাদে প্রতিটি সবজি কিনতে  গুনতে হবে একশো থেকে দেড়শো টাকা।

কোরবানির পরে মাংসের বাজার সহনীয় হলেও মাছের বাজারে নেই সুখবর। বড় সাইজের একটি ইলিশ কিনতে অপনাকে গুনতে হবে আড়াই হাজার টাকা।

মাছ-মাংস, সবজি, যাই কিনতে যান, বাজার করে ব্যাগ ভরে স্বস্তি নিয়ে ফেরার উপায় নাই। তাই ক্রেতারা বলছেন, স্বস্তি ফেরাতে ভাঙ্গতে হবে সিন্ডিকেট।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন