মরদেহ কবর দেওয়ার পর পূর্বপুরুষদের আত্মা পরিবারের ওপর ভর করার কাহিনী নিয়ে দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘এক্সহুমা’। ১৫ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত জার্মানির বার্লিনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লোকগল্প নির্ভর এ সিনেমার প্রিমিয়ার হয়। ভৌতিক ঘরানার সিনেমাটি উৎসবে আলোচিত হয়। ২২ ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে সিনেমাটি মুক্তি পায়।
মুক্তির পর টানা ৫ সপ্তাহ কোরিয়ার বক্স অফিসে আলোচনায় থ্রিলারটি। টিকিট বিক্রি হয়েছে ১০ লাখের বেশি। প্রথম দিন বিক্রি হয় ৩ লাখের বেশি। পরিচালক জে হিউজ বলেছেন, সিনেমার অনেক দৃশ্য সিজি ইফেক্ট মনে হলেও সেগুলো এড়িয়ে যাওয়া হয়েছে। শুটিংয়ের অনেক দৃশ্যে ব্যবহার হয়েছে সত্যিকার সামগ্রী।
সিনেমার শুটিংয়ে কোনো স্টুডিং ব্যবহার করা হয়নি। ভৌতিক চরিত্রের মেকআপের জন্য ৬ ঘন্টা করে সময় নেওয়া হয়েছে। নির্মাণশৈলী, গল্প চিত্রায়ণের ধরন ও গুরুত্বপূর্ণ দৃশ্য মন কেড়েছে। দক্ষিণ কোরিয়ার ৫ কোটি মানুষের মধ্যে ১ কোটির বেশি মানুষ সিনেমাটি দেখেছেন। এ সিনেমা অলটাইম ব্লকবাস্টারের তালিকায় জায়গা করে নিয়েছে। মার্চ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ব্যবসাসফল সিনেমাও এটি।