বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে, আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক আটকে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। অবরোধের কারণে নবীগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানযট। দুর্ভোগে পড়েন মানুষ।
তিন মাসের বকেয়া বেতন ও বন্ধ রাখা কারখানা খোলার দাবিতে, শিল্পাঞ্চল আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল মোড় এলাকা অবরোধ করে, বিক্ষোভ করেছে জেনারেশন নেক্সট কারখানার শ্রমিকরা।
বিক্ষোভের কারণে নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে দীর্ঘ যানযট সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পরেন মহাসড়ক ব্যবহারকারীরা।
শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক থেকে না সরার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।