৩০/০১/২০২৬, ৬:২২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
৩০/০১/২০২৬, ৬:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আশুলিয়ায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আশুলিয়ার ইস্টার্ন হাউজিং এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ও একজন গুলিবিদ্ধের ঘটনায় মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (২৭জানুয়ারি) দুপুরে আশুলিয়ার জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্যক্তিগত অফিসে সংবাদ সম্মেলন করেন আশুলিয়া থানা তাঁতি দলের সহ-সভাপতি বকুল ভুইয়া ।

এসময় তিনি বলেন, গতকাল জামগড়ার ইস্টার্ন হাউজিং এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় একপক্ষের গুলিতে আমজাদ হোসেন নামের একজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ ওই ব্যক্তি গত ৪ অক্টোবর আগ্নেয়াস্ত্র ও ছুরিসহ যৌথবাহিনির হাতে গ্রেপ্তার হয়। মুলত দুই গ্রুপই সন্ত্রাসী গ্রুপ। আধিপত্য বিস্তারে তারা প্রতিনিয়ত সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। তিনি বলেন, গতকাল সারাদিনই ঢাকার একটি হাসপাতালে ছিলেন তিনি। কিন্তু আমজাদ উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে জড়িয়ে বক্তব্য দেয়। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, প্রশাসন যেন সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়। এতে তিনি দোষী হলে তারও শাস্তি মেনে নেবেন বলে সংবাদ সম্মেলনে বলেন তিনি।

এর আগে গতকাল বিকেলে জামগড়ার ইস্টার্ন হাউজিং এলাকায় দুই পক্ষের ধাওয়া- পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। এসময় আমজাদ হোসেন নামের একজন গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।

পড়ুন- কোটচাঁদপুরে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন