23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

আশুলিয়ার অধিকাংশ কারখানাই খুলেছে

সাম্প্রতিক গার্মেন্টস শ্রমিক আন্দোলনের প্রভাবে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের ২১৯টি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। গত শনিবার বন্ধ থাকা কারখানাগুলোর অধিকাংশই খুলেছে। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতিও অনেকটাই স্বাভাবিক বলে জানায় শিল্প পুলিশ।  

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মোঃ সারোয়ার আলম।

তিনি বলেন, শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ বন্ধ কারখানা খুলে দেয়া হয়েছে। শ্রমিকরা শান্তিপূর্ণ ভাবে কাজ করছে। তবে দাবিদাওয়া নিয়ে সুরাহা না হওয়ায় আজ ২০টি কারখানা শ্রম আইনের ১৩/১ ধারায় বন্ধ রয়েছে। এছাড়া ২ টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা অবস্থায় বন্ধ রয়েছে। এই কারখানাগুলোর দুই একটি রয়েছে ঔষধ ও জুতা প্রস্তুতকারী কারখানা।

গত শনিবার শিল্পাঞ্চলে কোথাও কোনও শ্রমিক বিক্ষোভ দেখা যায়নি ও শ্রমিকরা রাস্তায়ও নামেননি। কারখানাগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও শিল্প পুলিশ সদস্য মোতায়েন রয়েছে বলে তিনি জানান।

এর আগে শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল আশুলিয়ায় ৮৬টি কারখানা ১৩/১ ধারায় বন্ধ ছিল। এছাড়া ১৩৩ টি কারখানা সাধারণ ছুটি ঘোষনা করেছিল কর্তৃপক্ষ। টানা দুই সপ্তাহ পর দীর্ঘ খরা কাটিয়ে পোশাক কারখানাগুলোতে উৎপাদন শুরু হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন