ঢাকার আশুলিয়ায় একটি মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ এবং দুই দোকানদারকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার নবীনগর সেনা মার্কেটের নীচ তলার দুটি দোকান থেকে এসব উদ্ধার করা হয়।
জানা গেছে, নবীনগর সেনা মার্কেটের নীচ তলার দুটি মুদি দোকানে খাদ্য অধিদপ্তরের ১৫০ বস্তা চাল ও ৩২ বস্তা আটা রয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) আশুলিয়া ইউনিটের এমন গোপন তথ্যের ভিত্তিতে সাভার উপজেলা ভুমি অফিসের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাল আল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ওই মার্কেটের সেকেন্দার আলীর দোকান থেকে ১৫০ বস্তা সরকারি চাল এবং রফিকুল ইসলামের দোকান থেকে ৩২ বস্তা সরকারি আটা জব্দ করা হয়। পরে পরিচালিত ভ্রাম্যমান আদালতে ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং সেকেন্দার আলীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পড়ুন- ভিক্ষা ছেড়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্নে নেত্রকোনায় ২৫ অসহায় পরিবার


