ঢাকা ১৯ আসনে ১১ দলীয় জোটের মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি প্রার্থী দিলশানা পারুলকে পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে জুলাই যোদ্ধারা।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায় জুলাই যোদ্ধার ব্যানারে এই মানববন্ধন করেন তারা।
এসময় ভয়েস অব জুলাই এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মোস্তফা কামাল মুকুল বলেন, যার জুলাইয়ে কোন অবদান নাই, তেমন এক জনকে প্রার্থী দেওয়া হয়েছে। আমরা চাই এই প্রার্থীকে পরিবর্তন করে জুলাইয়ে অবদান রাখা ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হোক।
দিলশানা পারুলকে শাহবাগী আখ্যা দিয়ে বক্তারা বলেন, যদি স্বাভাবিকভাবে দাবি আদায় না হয়, তাহলে বড় কর্মসূচীর দেওয়া হবে। মানববন্ধনে জুলাই যোদ্ধাসহ ৫ শতাধিক স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পড়ুন- বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দেয়া হবে


