22 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

আসন্ন বাজেট নিয়ে সরকারের সঙ্গে এফবিসিসিআইএর সভা

আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি-এফবিসিসিআই। ব্যবসা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ চায় ব্যবসায়ী সংগঠনটি। ৪ এপ্রিল রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৪তম সভায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, সবার কথাই বিবেচনায় আছে। ন্যায্য দাবি থাকলে সম্পৃক্ত করা হবে।

প্রতি বছর বাজেটের আগে জাতীয় রাজস্ব বোর্ড, অর্থমন্ত্রী এবং বিভিন্ন খাতের ব্যবসায়ীদের নিয়ে পরামর্শক কমিটির বৈঠক হয়। অর্থমন্ত্রী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে ব্যবসায়ীরা- কর পরিশোধে হয়রানি, ব্যাংক ঋণে চড়া সুদ আর ডলার সঙ্কট নিয়ে অভিযোগ করেন।

এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, বিনিয়োগ পরিবেশ তৈরিতে ব্যবসায়ীদের ন্যায্য দাবিগুলো সরকারকে বুঝতে হবে। অর্থপাচার রোধে রাজনৈতিক প্রতিশ্রুতিতে জোর দেন তিনি। এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মোঃ রাহমাতুল মুনিম বলেন, সরকারের রাজস্বের বড় যোগান দেয় এনবিআর। বাজেটে ব্যবসায়ীদের দাবি বাস্তবায়নের চেষ্টা থাকে।

২০২৩ সালের ২৬ জুন জাতীয় সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পাস হয়। ১ জুলাই থেকে কার্যকর হয় চলতি বাজেট।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন