20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

আসিফের হাত ধরে ক্রীড়াঙ্গন সংস্কারের প্রত্যাশা ক্রীড়াবিদদের

দেশের ক্রীড়াঙ্গন নিয়ে নতুন স্বপ্ন দেখা শুরু করেছে ক্রীড়া জগতের মানুষেরা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদের হাত ধরেই যোগ্য লোকের স্থান হবে বিসিবি ও বাফুফেতে। সেই সাথে কোনো ফেডারেশনে রাজনৈতিক লোকের আর আধিপত্য দেখা যাবে না বলেও বিশ্বাস সাবেক তারকাদের।

বাংলাদেশ ক্রিকেট অথবা ফুটবল ফেডারেশন মানেই এতদিন ছিল রাজনৈতিক লোকদের দাপট। এক যুগেরও বেশি সময় এই দুই জায়গার চেয়ার দখলে ছিল নাজমুল হাসান পাপন ও কাজী সালাউদ্দিনের। এছাড়াও পরিচালকদের মধ্যে সবাই ছিল দলীয় লোকজন।

দীর্ঘ সময়ের পর পরিবর্তন এসেছে এই জায়গাগুলোতে। অন্তবর্তী সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদকে। যার হাত ধরে এবার নতুন ক্রীড়াঙ্গনের স্বপ্ন দেখছেন ক্রীড়াবিদরা।

মুক্তিযোদ্ধা সাবেক ক্রিকেটার রকিবুল হাসান নাগরিক টিভির সাথে ফোনালাপে জানিয়েছেন ক্রীড়াঙ্গন হোক খেলার মানুষের। যেখানে থাকবেনা কোন রাজনৈতিক লোক।

আর সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও স্বপ্ন দেখেন নতুন ক্রীড়াঙ্গনের।

এতদিন রাজনীতির কারণে সহ্য করতে হয়েছিল বিভিন্ন অনিয়ম। সরকার পরিবর্তন হওয়ায় এক এক করে অনিয়মের কথা বলতে শুরু করেছেন ক্রিকেটাররা। আসিফের হাত ধরে আর কোন অনিয়মের স্থান হবে না বলেও স্বপ্ন দেখেন সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন