কোটা সংস্কার আন্দোলন যথাযথভাবে নিয়ন্ত্রণ নিয়ে নানা কথা উঠছে। ভাবমূর্তির সংকটেও পড়েছে দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি। প্রশ্ন উঠেছে সাংগঠনিক সক্ষমতা নিয়ে। তবে ব্যর্থতা মানতে নারাজ দলটির নেতারা। তাঁদের মতে, আন্দোলন নিয়ে সঠিক পথেই ছিলো এবং আছে সরকার।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে হামলা, সংঘাত ও সহিংসতায় অচল হয়ে পরে দেশ। পরিস্থিতি স্বাভাবিক করতে কারফিউ জারিসহ সেনা মোতায়েন করা হয়।
যুদ্ধাপরাধীর বিচার ঘিরে ২০১৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আন্দোলন রাজনৈতিক ভাবেই সামাল দিয়েছে আওয়ামী লীগ। তার পরেও নিরাপদ সড়কসহ কয়েকটি আন্দোলন মোকাবেলাও সাফল্য আছে। তবে এবার কেন কারফিউ জারি-সেনা মোতায়েন করতে হলো?
তবে দলের নীতি নির্ধারকরা বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক ব্যর্থতা নেই, বিএনপি জামাতের ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বরঙ সরকার আওয়ামী লীগ নীতি ও আদর্শ দিয়ে তাঁদের মোকাবিলায় সফল।
দলের নেতারা মনে করেন, আন্দোলনে শিক্ষার্থীদের অনেক ভুল ছিলো। তবু সহনশীল থেকে সফল সরকার।
আন্দোলনে আওয়ামী লীগ সহনশীলতা দেখানোয় জনপ্রিয়তা আরো বেড়েছে বলেও মনে করেন দলটির অনেক নেতা।
সারাদেশে বিএনপি-জামায়াত এবং স্বাধীনতাবিরোধী অপশক্তির পৈশাচিক নারকীয়তা আওয়ামী লীগের জন্য একটি নতুন চিন্তার দুয়ার উন্মোচন করে দিয়েছে বলেও মনে করেন দলটির নেতারা।