ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে যুব বিশ্বকাপের সুপার সিক্স থেকে বিদায় নিলো বাংলাদেশ। টাইগার যুবাদের দেয়া ১৩৭ রানের টার্গেট ৭ উইকেট হাতে রেখেই টপকে যায় ইংলিশ যুবারা।
টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জাওয়াদ আবরারের উইকেট হারায় বাংলাদেশ। বিদায়ের পর অধিনায়ক আজিজুল হাকিমকে নিয়ে ওপেনার রিফাত বেগ ৪৬ রান যোগ করেন। ৩১ রান করে ফেরেন রিফাত বেগ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ যুবাদের ইনিংস। অধিনায়ক আজিজুল হাকিম ২০ ও মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাট থেকে আসে ২৫ রান।
জবাবে জোসেফ মুরসকে ফিরিয়ে ভালো শুরু এনে দেন আল ফাহাদ। আরেক ওপেনার বেন ডকিন্সকে ফিরিয়ে দ্বিতীয় আঘাত হানেন আল ফাহাদ। এরপর অধিনায়ক টমাস রুকে নিয়ে ৭৮ রানের জুটি বেন মায়েসের। ৩৪ রান করা মায়েসকে যখন ফেরালেন সামিউন, ততক্ষণে ম্যাচ দূরের বাতিঘর। শেষ পর্যন্ত টমাস রু অপরাজিত ছিলেন ৫৯ রানে। আর এতে সহজ নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ যুবারা।
উল্লেখ্য, ২০২০ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর টানা তিনটি বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের যুবাদের।
সংক্ষিপ্ত স্কোর—
বাংলাদেশ অ-১৯ দল: ৩৮.১ ওভারে ১৩৬ (রিফাত ৩১, আবদুল্লাহ ২৫, আজিজুল ২০; মরগান ৩/২৮, আলবার্ট ২/১৫, লামসডেন ২/১৮)।
ইংল্যান্ড অ-১৯ দল: ২৪.১ ওভারে ১৩৭/৩ (রু ৫৯*, মায়েস ৩৪, ডকিন্স ২৭; ফাহাদ ২/৩৭)।
ফল: ইংল্যান্ড অ-১৯ দল ৭ উইকেটে জয়ী।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

