28 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

‘ইউরোপের কিছু রাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্টের স্বীকৃতি দিতে পারে’

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ইউরোপের কিছু রাষ্ট্র। মে মাসের শেষ দিকে দেশগুলো এই ঘোষণা দিতে পারে। ২৯ এপ্রিল ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেপ বোরেল গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হলে, তা হবে সন্ত্রাসের জন্য পুরস্কার ঘোষণার শামিল।

২৯ এপ্রিল সৌদি আরবের রিয়াদে ওয়াল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে এক আয়োজনে এসব কথা জানান জোসেপ বোরেল।

বর্তমানে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ১২শ ইসরায়েলি নিহত এবং ২০০ ইসরায়েলিকে জিম্মি করার ঘটনায় গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় ৩৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। সম্প্রতি গাজার গুরুত্বপূর্ণ শহর রাফাহতে হামলার প্রস্তুতির কথা জানায় ইসরায়েল। সেখানে হামাসের কয়েক হাজার সদস্যের ৪ টি ব্যাটেলিয়ান সক্রিয় রয়েছে বলে মনে করে ইসরায়েল। হামাস এবং ইসরায়েলের মধ্যে কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় যুদ্ধ বিরতির চেষ্টাও চলমান রয়েছে।

আরও পড়ুন-যুদ্ধবিরতির দিকে যাচ্ছে ইসরায়েল-হামাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন