নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ১০ দলীয় জোট প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা দাড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন।
২৮ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ইছাপুরা এলাকায় জেলা ও উপজেলার স্থানীয় নেতাকর্মী নিয়ে গণসংযোগ করেন তিনি। এ সময় আনোয়ার হোসেন মোল্লা ভোটারদের উদ্দেশ্যে বলেন,নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে যাবেন। সন্ত্রাসী, চাঁদাবাজি, ভূমিদস্যুতা,জবর দখল ও অন্যায়ের বিরুদ্ধে স্বপরিবারে ভোট দিবেন। রূপগঞ্জে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা দূর্ণীতিমূক্ত উন্নয়ন, আধুনিকায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট কাজ করবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ইস্রাফিল হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন আমীর আবু বকরসহ স্থানীয় নেতা কর্মীরা।
পড়ুন- গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে নোয়াখালীতে ইমাম সম্মেলন
দেখুন- বিচ্ছেদের পর স্ত্রীর ছবি গলায় ঝুলিয়ে দুধ দিয়ে গোসল! |


