16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ইনস্টাগ্রামের ভ্যানিশ মোড কী? কীভাবে ব্যবহার করবেন?

ইনস্টাগ্রামে ছবি ও ভিডিওর পাশাপাশি গুরুত্বপূর্ণ বার্তাও আদান-প্রদান করেন অনেকে। এসব বার্তার নিরাপত্তার খাতিরে প্রাপক ছাড়া অন্য কেউ যেন দেখতে না পারেন, সে জন্য ভ্যানিশ মোড নামের একটি সুবিধা রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে। ভ্যানিশ মোডে বার্তা পাঠালে প্রাপক বার্তা দেখার পরপরই সেটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। ফলে সংরক্ষণ করা না থাকায় পরে অন্য কেউ বার্তাটি দেখতে পারেন না।

কিন্তু এটা আসলে কী?

ভ্যানিশ মোড ইনস্টাগ্রামের এমন এক ফিচার যা চ্যাটিংয়ের সময় পাঠানো মেসেজ, ভিডিও, ছবি, অডিও দেখার পর ‘ডিসঅ্যাপিয়ার’ বা উধাও হয়ে যায়। একবার প্রাপক বার্তাটি দেখে চ্যাটিং থেকে বেরিয়ে গেলে বার্তাগুলো একেবারেই উধাও হয়ে যাবে। এ বার্তা আর পুনরুদ্ধার করা যাবে না। এ ছাড়া, প্রাপক চ্যাটিংয়ের স্ক্রিনশট নিলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনও আসবে। এটি অনেকটা ‘ইনকগনিটো মোডে’ ওয়েব ব্রাউজার ব্যবহার করার মতই।

অতি গোপন কোনো কথোপকথন করতে চাইলে, যে কোনো সময়েই ভ্যানিশ মোড চালু করা যাবে। আবার কেউ ভ্যানিশ মোড বন্ধ করে দিলেও, ডিফল্ট মোডে করা আগের সব মেসেজ দেখা যাবে।

একটি একটি করে মেসেজ মুছে ফেলা বা বার্তা না পাঠানোর চেয়ে, ভ্যানিশ মোড চালু করাকে বেশি সুবিধাজনক ও নির্ভরযোগ্য বলছে প্রযুক্তিবিষয়ক সাইট হাওটু গিক।

ভ্যানিশ মোড চালু করবেন যেভাবে

১. ইনস্টাগ্রাম অ্যাপটি চালু করুন।

২. মেসেজ অপশনে প্রবেশ করুন।

৩. যার সঙ্গে চ্যাটিং করতে চান সেটি সিলেক্ট করুন।

৪. চ্যাটিংয়ে প্রবেশ করার পরে ওপরের দিকে সোয়াইপ করে ধরে রাখলেই চালু হয়ে যাবে ভ্যানিশ মোড।

যদি কনভারসেশনের ব্যাকগ্রাউন্ডের রং কালো হয়ে যায় ও ‘ইউ টার্নড অন ভ্যানিশ মোড’ লেখা সামনে আসে, তবেই বুঝতে হবে ভ্যানিশ মোড চালু হয়ে গিয়েছে।

ভ্যানিশ মোড বন্ধ করবেন যেভাবে

ভ্যানিশ মোড বন্ধ করার জন্য স্ক্রিনের নিচে ট্যাপ করে ওপরের দিকে সোয়াইপ করুন ও ছেড়ে দিন। এটি করলেই আবার ডিফল্ট মোড চালু হয়ে যাবে। যখন ব্যাকগ্রাউন্ডের রং বদলে যাবে সেটি দেখেই বুঝে নিতে পারবেন যে ভ্যানিশ মোড বন্ধ হয়ে গিয়েছে।

ভ্যানিশ মোডেই আটকে গেছেন

কেউ যদি ভ্যানিশ মোড বন্ধ করতে গিয়ে দেখেন এটি আটকে গেছে বা কোনো সমস্যা হয়েছে, সে ক্ষেত্রে এ পদক্ষেপগুলো ব্যবহার করে দেখুন।

১. আগে একটি বার্তা পাঠান এরপরে ওপরের দিকে সোয়াইপ করে ভ্যানিশ মোড বন্ধ করার চেষ্টা করুন।

২. অ্যাপটি পুরোপুরি বন্ধ করে আবার চালু করুন। একইভাবে ইনস্টাগ্রাম থেকে একবার লগআউট করে আবার লগইন করে চেষ্টা করে দেখতে পারেন।

৩. অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকলে, অ্যাপের ক্যাশ ডেটা ডিলিট করে দেখুন।

৪. এরপরেও কাজ না হলে অ্যাপটি আনইনস্টল করে আবার ইনস্টল করুন। এটি যেকোনও নষ্ট কোড ঠিক করার পাশাপাশি নিশ্চিত করে যে অ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন