ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কেউ ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় রান-অফ ভোটের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে। প্রতিযোগিতা হবে শীর্ষে থাকা দুই প্রার্থীর মধ্যে।
ইরান জানিয়েছে, আগামী ৫ জুলাই রান-অফ ভোট হবে। ২ কোটি ৫০ লাখের বেশি ভোট গণনা হয়েছে। এর মধ্যে বড় ব্যবধানে এগিয়ে সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান। তিনি ১ কোটির বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থী প্রার্থী সাইদ জালিলি পেয়েছেন ৯৪ লাখের বেশি ভোট। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে ভোট পড়ে মাত্র ৪০ শতাংশ।
ইরানে নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী যদি ন্যূনতম ৫০ শতাংশ ভোট না পান, তবে নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। প্রথম দফার নির্বাচনে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা দুই প্রার্থীর মধ্যে তখন প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রথম দফার ফল ঘোষণার পর প্রথম যে শুক্রবারটি আসে, সেদিনই দ্বিতীয় দফার ভোট হয়। অর্থাৎ আগামী ৫ জুলাই পেজেশকিয়ান এবং জালিলির মধ্যে লড়াই হবে।