29 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ইরানের হুমকিতে ইসরায়েলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র ‍

ইরানের হুমকির মুখে ইসরায়েলের পাশে থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ১ এপ্রিল সিরিয়ায় রাজধানী দামেস্কে ইরানী দূতাবাসের কূটনৈতিক ভবনের ভেতরে সন্দেহজনক ইসরায়েলি বিমান হামলায় ইরানের ৭ সামরিক উপদেষ্টা নিহত হয়। এ ঘটনা চলমান ফিলিস্তিন-ইসরায়েলের যুদ্ধ প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে দিতে পারে বলে আশংকা করা হচ্ছে।

সিরিয়ায় ইরানী সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানো ইসরায়েলের জন্য নতুন কোনো ঘটনা নয়। তবে দূতাবাসের ভেতরে এটাই প্রথম হামলা। ইরানী দূতাবাসে হামলার ঘটনার নিন্দা জানায় সিরিয়া। এ ঘটনার জবাবে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি জানিয়েছে, ‘‘ইরানী দূতাবাসে হামলা আর ইরানের ভেতরে হামলা একই। হামলাকারীদের অবশ্যই শাস্তি পেতে হবে।’’

তবে বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলে ইরান সরাসরি হামলা করলে পরিস্থিতি আঞ্চলিক উত্তেজনা তৈরি করবে। ইসরায়েলে বড় ধরনের হামলা করার জন্য ইরানের সামরিক সক্ষমতাও নেই।  

বাইডেন জানিয়েছেন, ‘‘ইসরায়েলকে রক্ষায় আমরা প্রয়োজনীয় সবকিছু করবো’’।    

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন