34.8 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভাঙচুর-লুটপাটে চার মামলা, গ্রেপ্তার ৫৬

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় জড়িত ৫৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী। এসব ঘটনায় এখন পর্যন্ত চার‌টি মামলা দায়ের হ‌য়ে‌ছে।

মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস স‌চিব শ‌ফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনায় এখন পর্যন্ত ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চারটি মামলা দায়ের হয়েছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।

গতকাল দেশব্যাপী গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভের সময় সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, গাজীপুর ও বগুড়াসহ দেশের আরও কয়েকটি শহরে বাটা শো-রুম ও কেএফসি রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

পড়ুন : সিলেটসহ বিভিন্ন স্থানে হামলা ও লুটপাটের সঙ্গে জড়িতদের গ্রেফতারের নির্দেশ আইজিপির

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন