গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ করেছে দুর্গাপুর সাংবাদিক সমিতি।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে ফিলিস্তিন বাঁচাও স্লোগানে সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পেশাজীবী, মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকরা একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার এর সভাপতিত্বে ও সহ-সভাপতি মোরশেদ আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কবি লোকান্ত শাওন, উদীচী উপজেলা কমিটির সভাপতি কমরেড শামসুল আলম খান, এনজিও সমন্বয় পরিষদ এর সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং, মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আল ইমরান সম্রাট গণি, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম কমল, সাংবাদিক মামুন রণবীর, সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক নূর আলম, ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন শাওন, মার্কাজ মাদরাসার যুব কমিটির সভাপতি সোহেল আকাশ, পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির দপ্তর সম্পাদক টুকন সরকার, শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি পলাশ সাহা, এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার, বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আল নোমান শান্ত।
এ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হক, বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির উপদেষ্টা কলি হাসান, দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ার, ব্যবসায়ী রুহুল আমিন, পৌর কবরস্থান কমিটির সভাপতি উমর ফারুক,ব্যবসায়ী হাফিজুল ইসলাম, শিক্ষার্থী জহির রায়হানসহ অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, গাজায় নারী-শিশুসহ নিরীহ মানুষের ওপর বর্বরোচিত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অথচ বিশ্ব সম্প্রদায় নির্বিকার। এই অবস্থায় মানবতার পক্ষে দাঁড়ানো প্রতিটি বিবেকবান মানুষের দায়িত্ব।
দুর্গাপুর সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যার প্রতিবাদে আজ আমরা দুর্গাপুর সাংবাদিক সমিতির পক্ষ থেকে গভীর উদ্বেগ ও নিন্দা জানাচ্ছি। এই মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের মাধ্যমে এই বার্তা দিতে চাই নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই সকলের মানবিক দায়িত্ব। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ এবং গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানাই।
পড়ুন : নেত্রকোনার দুর্গাপুরে ইসরায়েলি পণ্য বয়কটের আহবান হেফাজতের