16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ৪২

ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আরও ৪২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গাজার বিভিন্ন এলাকাজুড়ে ইসরায়েলের সামরিক বাহিনী এ হামলা চালায়। খবর আলজাজিরা

গাজায় শরণার্থীশিবিরে ইসরায়েলি বোমা হামলা, নিহত ৩১

গাজার মেডিকেল সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মধ্যরাতেও উপত্যকাটিতে মুহুর্মুহু বিমান হামলা চালায় দখলদাররা। এতে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। এ ছাড়া উপত্যকার উত্তর ও দক্ষিণের গভীরে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কগুলো অগ্রসর হচ্ছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ৩৩০ জনে ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও ১ লাখ ৪ হাজার ৯৩৩ জন।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২

এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েল প্রস্তুত বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুদ্ধ শেষ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

এনএ/

আরও পড়ুন: দক্ষিণ লেবাননে কারফিউ জারি ইসরায়েলি বাহিনীর
দেখুন: যৌথবাহিনীর অভিযানে গ্রামবাসীর হামলা
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন