16 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়নি: জাতিসংঘ

ইরানের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে গতকাল ভোরে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এই ইসরাইলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ।

আজ রবিবার (২৭ অক্টোবর) বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সামরিক স্থাপনায় মারাত্মক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এতে ইরানের পারমাণবিক কর্মসূচি প্রভাবিত হয়নি বলে শনিবার জাতিসংঘের পারমাণবিক শক্তি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্ট দিয়েছেন। তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতি হয়নি।’ এসময় তিনি পরমাণু এবং অন্যান্য তেজস্ক্রিয় পদার্থের সুরক্ষা এবং নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন