24 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

ইসরায়েলি হামলা প্রতিহত করলো ইরান

ইরানে হামলা ‘সম্পূর্ণ’ হওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে আজ শনিবার একথা জানানো হয়েছে।

এর মধ্য দিয়ে ইসরায়েলি হামলা প্রতিহত করলো ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের ড্রোনগুলো আকাশেই ধ্বংস করে দেওয়ার দাবি করেছে।

ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ইসরায়েলের ওপর ইরানের হামলার জবাব আপাতত সম্পন্ন করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

ড্যানিয়েল হাগারি বলেন, ‘আমরা ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছি এবং ইসরায়েল রাষ্ট্রের তাৎক্ষণিক হুমকিগুলোকে ব্যর্থ করে দিয়েছি।’

তিনি হুমকি দেন, ইরান যদি পাল্টা হামলা চালায়, তাহলে ইসরায়েল ‘প্রতিক্রিয়া জানাবে’।

এর আগে স্থানীয় সময় ভোররাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী তেহরানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

ইরানের রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের প্রতিরক্ষা বাহিনী ‘তেহরান প্রদেশের আশেপাশের আকাশসীমায় প্রতিপক্ষের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে’।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরান বলেছে, তারা ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সূত্র জানিয়েছে, ‘কোনো সন্দেহ নেই যে ইসরায়েল যেকোনো কাজের আনুপাতিক প্রতিক্রিয়া পাবে।’

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ‘ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে’।

ইসরায়েলের হামলার বিষয়ে ইরানি কর্মকর্তা দাবি করেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে এর মধ্যে বেশিরভাগই ড্রোন হামলা। এগুলোর কোনটিই ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা নয়।’

তারা আরও বলেন, ‘প্রশ্ন হচ্ছে এগুলো কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে—ইসরায়েল নাকি অন্য কোথাও? কারণ, সাধারণত এই মানের ড্রোনের রেঞ্জ দীর্ঘ হয় না।’

ইরান বলছে, কোনো সামরিক লক্ষ্যবস্তুতে যথাযথভাবে আঘাত লাগেনি। এমনকি ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্যও নিশ্চিত করেনি দেশটি।

ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে স্থানীয় সময় ভোররাতে। সকালের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এই হামলার মাত্রা, হতাহতের সংখ্যা ও লক্ষ্যবস্তুও আরও স্পষ্ট হবে।

ইসরায়েলি সামরিক হামলার পর ইরানি কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা বন্ধ করে দিয়েছে। কত সময় এটি বন্ধ থাকবে সে বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ইসরায়েলি কর্তৃপক্ষও স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা পর্যন্ত তাদের আকাশসীমা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এছাড়া, নিজেদের আকাশসীমা বন্ধ রেখেছে ইরাকও।

গত ১ অক্টোবর ইসরায়েলে ইরানের হামলার কয়েক সপ্তাহ পরে পাল্টা হামলা করলো ইসরায়েল। গাজা ও লেবাননে ইসরায়েলের অমানবিক হামলা এবং হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।

ইরানে হামলার সময় বাংকারে ছিলেন নেতানিয়াহু ও গ্যালান্ট:

ইরানের ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বাংকারে ছিলেন।

ইসরায়েলের সংবাদমাধ্যম হায়োমের প্রতিবেদনের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে যখন হামলা হচ্ছিল, তখন তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে একটি ভূগর্ভস্থ কক্ষে (বাংকার) ছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন