ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত ইরান। তবে একইসঙ্গে দেশটি এই যুদ্ধ এড়িয়ে যাওয়ার চেষ্টাও করছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধের দামামা। গত ১ অক্টোবর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এখন সেই হামলার পাল্টা প্রতিক্রিয়া জানাতে মরিয়া তেল আবিব। তাই ইসলামিক প্রজাতন্ত্র ইরান ইসরায়েলের হামলার অপেক্ষায় আছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইসলামিক প্রজাতন্ত্রটি ইসরায়েলে দেশটির সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে। এ বিষয়ে প্রতিবেদনটিতে বলা হয়, ‘ইরান সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। তবে তা এড়ানোর চেষ্টাও করছে।’
প্রতিবেদনে চার ইরানি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, প্রত্যাশিত ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনীকে অসংখ্য পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। তবে ইসরায়েল যদি সীমিতভাবে সামরিক স্থাপনা ও অস্ত্রের গুদামগুলোকে লক্ষ্যবস্তু করে তবে তারা এই সংঘাত বাড়োনো থেকে বিরত থাকতে পারে।
ওই চার কর্মকর্তাদের মধ্যে ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের দুজন সদস্য বলেন, ইসরায়েল যদি তেল স্থাপনা, পারমাণবিক স্থাপনা অথবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করে তবে ইরান ১ হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে এর জবাব দেবে।